জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে আনিকা (২২) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছেন। রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহির ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবুজ শেখে স্ত্রী। আনিকা কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারি গ্রামের জাহিদ বিশ্বাসের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে আনিকা নামে ওই গৃহবধুকে নিজ ঘরে গলায় ফাঁস নেয়।
পরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপত খবর পেয়ে কালিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।
নিহত আনিকার গলায় ফাঁস নেয়ার দাগ রয়েছে বলে জানায় পুলিশ। তবে কি কারনে আনিকা গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান, ঘটনা শোনার পর কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।