আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী সাদাদ রহমান মারা গেছেন গত ১৫ জানুয়ারি। স্বামী মারা যাওয়ার পর থেকে নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন তনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তনি একটি ছবি পোস্ট করে কড়া সতর্কবার্তা দিয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রয়াত স্বামী সাদাদ রহমানেরর সঙ্গে একটি ছবি যুক্ত করে একটি পোস্ট দিয়েছেন তনি।পোস্টে এ নারী উদ্যোক্তা শতর্কবার্তা দিয়ে বলেছেন, দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ ও ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
এসময় রোবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, ‘আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালোভাবে জীবন এবং ব্যবসা পরিচালনার জন্য যতটুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানসিকতা দুটোই আমার আছে। অতএব আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।তিনি আরও বলেন, ‘আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ। ভদ্রভাবে বললাম, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না।’
তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এই পোস্টে ২৭ হাজার লাইক, ১ হাজার একশ’ কমেন্ট ও একুশটি শেয়ার হয়। এতে দেখা যায় বেশিরভাইগই তার পক্ষে কমেন্ট করেছেন। তবে কয়েকজন আবার বিপক্ষেও কমেন্ট করতে দেখা যায়।