বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির দুঃসময়ে ঝালকাঠিতে দলটির হাল ধরে রেখেছিলেন যুবদলের সাবেক আহবায়ক শামীম তালুকদার। সেই ত্যাগী নেতাই সরকার পরিবর্তনের পর এখন অবহেলার শিকার বলে অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, কঠিন সময়ে শামিম তালুকদার নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন আর তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাকে দ্রুত দলে ফেরানোর জন্য দাবি করেন তারা।
গতকাল শনিবার বিকেলে দীর্ঘদিনপর তিনি ঝালকাঠিতে আসলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।সেখান থেকে বিনয়কাঠী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ নেতাকর্মীদের অংশগ্রহণ করার অনুরোধ জানান।পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন।
যুবদলের সাবেক আহবায়ক শামীম তালুকদার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সত্য কখনো চাপা থাকে না একদিন বেরিয়ে আসবেই।আমি জেলার নেতাকর্মীদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো।