নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে প্রায় ছয় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপরে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
বালু নিলামে অংশ গ্রহণ করেন মমতাজ উদ্দীন, মেহেদী হাসান রিফাত, মো. মনসুর আলম, আকবর, সাইফুল ইসলাম, রাজন মিয়া ও আলাউদ্দীন।
বালু নিলাম ডাকে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এ ব্যাপারে বলেন, নিলাম ডাকে অংশ নেওয়া সাত জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মমতাজ উদ্দিনের নিকট পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় জব্দকৃত বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।
এরআগে গত ২১ জানুযারি (মঙ্গলবার) ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত অবৈধভাবে বালু উত্তোলনের জন্য উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এবং রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নল্লাপাড়া এলাকা থেকে পাঁচশো ঘনফুট, বটতলা থেকে দুই হাজার পাঁচশো ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করা হয়।