(২০১৮-১৯ সেশনের) ১০ ম শ্রেণির ছাত্রী বর্ষা শেখ কে টেস্ট পরীক্ষায় অনৈতিক উপায়ে পাশ করিয়ে দেওয়ার জন্যে কু-প্রস্তাব দেন মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মো: হাদিস তালুকদার । বর্তমানে তিনি সমাজ উচ্চ বিদ্যালয়ে চাকরিরত আছেন। গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কল রেকর্ড ফাঁস হয়েছিলো, যা পুরো মোহনগঞ্জ জুড়ে আলোড়ন তুলেছে।
ঐ কল রেকর্ডে স্পষ্ট বুঝা যায় যে, জনাব মো: হাদিস তালুকদার ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে, উনাকে খুশি করার জন্য মেয়েকে প্রস্তাব দেয় । এবং মেয়েকে হুমকি দিয়ে বলেন “কিছু পেতে হলে কিছু দিতে হবে। যা হবে আমাদের দুজনের মাঝেই থাকবে। তুমি যদি পাশ করতে চাও তাহলে আমাকে খুশি করতে হবে।
অভিভাবকরা বিশ্বাস করে,তাদের সন্তানদের বিদ্যালয়ে লেখা পড়ার ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য পাঠান। কিন্ত, বিদ্যালয়ে যদি হাদিস স্যারের মতো এমন অনৈতিক দুর্নীতিবাজ শিক্ষক থাকে, তাহলে অভিভাবকদের বিশ্বাস শিক্ষা উপর থেকে উঠে যাবে।
মোহনগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি, জনাব গোলাম সারোয়ার নাঈম, খান রিফাত,প্রিয়ান্ত পাল, রোনেল শেখ, সাকিব হাসান, আলিফ আকন্দ ও কায়কোবাদ অর্ণন ও অন্যান্য সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এ বিষয়ের তীব্র নিন্দা জানায় ও এলাকা বিক্ষোভ ও প্রতিবাদের ডাক দিয়েছেন। তারা দাবি করেন, “হাদিস স্যার যে কাজ করেছেন, তা কখনোই একজন আদর্শবান শিক্ষক করতে পারেন না। তিনি একজন নীতি হীন শিক্ষক। তার জন্য শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হচ্ছে। “