প্রেস রিলিজ
১৪ই জানুয়ারি ব্র্যাকের রাজাপুর অফিসে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি পরিদর্শনে আসেন রাজাপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা শারমিন আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মু. ইমরান নাজির এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার। ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মো: সাহেদের সভাপতিত্বে “গ্রাম সামাজিক শক্তি কমিটির নেতৃত্ব উন্নয়ন” প্রশিক্ষণ কার্যক্রমটি ইউপিজির পক্ষ থেকে পরিচালনা আবুল কালাম শেখ, এসটিও, কাওসার হোসেন, ডিএম, হারুনুর রশিদ, বিএম, রাজাপুর প্রমুখ।
অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (UPGP) কাজ করছে। গত বছর ২০২৪ কোহর্টের সদস্যদের মাঝে সম্পদ হিসেব গরু- ছাগল, কৃষি সম্পদ বিতরণ করা হয় যা সদস্যরা পরিচর্যা করে আসছেন। রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের UPGP সদস্যরা যাতে জীবনমান উন্নয়ন করতে পারেন এজন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ব্র্যাক কর্তৃক গঠিত হয়েছে গ্রাম সামাজিক শক্তি কমিটি (Village Social Solidarity Committee- VSSC)। উক্ত কমিটি যাতে অতি দরিদ্র এবং কমিউনিটির পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে পারেন এজন্য তাদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ব্র্যাক তাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তীতে UPGP সদস্যদের আর্থ-সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বহুমুখী পরামর্শ প্রদান করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাহুল চন্দ বলেন, “দরিদ্র দশা থেকে বের হতে হলে ব্যক্তির ইচ্ছাশক্তি ও চিন্তার পরিবর্তন ঘটানো অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “সরকারের নানামুখী সেবা রয়েছে যা দরিদ্র জনগণকে জানানোর জন্য এনজিও এবং VSSC এর মতো কমিটিকে এগিয়ে আসতে হবে।” ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা বলেন, রাজাপুরে ৩৩০ টি অতি দরিদ্র পরিবারকে নিয়ে ইউপিজি-র কার্যক্রম চলছে সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় ঘটানোর জন্য VSSC কে আরও সক্রিয় ভাবে কাজ করতে হবে। এজন্যই কমিউনিটি অরগানাইজেশন এপ্রোচের অংশ হিসেবে কমিটির নেতৃত্ব বিকাশ ঘটাতে হবে।