নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা মান উন্নয়ন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে, স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।
সোমবার (১৩ জানুয়ারি) ১১টার দিকে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমার কেন্দুয়া উপজেলায় যোগদানের পর থেকে স্বাস্থ্য খাত থেকে কেউ আমার কাছে কোনো প্রস্তাব বা চাহিদা নিয়ে আসেনি, যা অত্যন্ত হতাশাজনক। অথচ এই খাতে আমার অনেক কিছু দেওয়ার ছিলো। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ব্যাপারে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই করতে পারিনি। তবে ভবিষ্যতে, আপনাদের চাহিদা থাকলে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার লিগ্যাল এইডের বিচারক বেগম নওরীন মাহবুব এবং কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হুমায়ুন দিলদার।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর বেগম সভার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি গ্রুপের সভাপতি জনাব কাঞ্চন মিয়া। সাধারণ সম্পাদক রিপন মল্লিক এবং অন্যান্য সদস্য ও স্থানীয় সেবাগ্রহীতারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন, ওষুধের সহজলভ্যতা, এবং পর্যাপ্ত জনবল নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। ইউএনও ইমদাদুল হক তালুকদার ক্লিনিকের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন বলে জানান।
সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয় এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে স্থানীয় জনগণের আরও সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।