নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগীয় যুব সমিতি ঢাকা-এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২০২৫ ‘আল-কোরআনের আলোকযাত্রা’ শুরু হয়েছে। এই প্রতিযোগিতা ময়মনসিংহ বিভাগের ছয়টি জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জেলার বিজয়ীরা ইয়েস কার্ড নিয়ে বিভাগীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন এবং চূড়ান্ত রাউন্ডের জন্য ঢাকায় উপস্থিত হবেন।
এই প্রতিযোগিতার ধারাবাহিকতায় ১১ জানুয়ারি ২০২৫ (শনিবার) সকাল ১০টায় নেত্রকোনা জেলা পাবলিক হলে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার উদ্যোগে নেত্রকোনা পাবলিক হলে জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নেত্রকোনা জেলা সদস্য সচিব এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সিনিয়র যূগ্ন-আহবায়ক এড. মাহফুজুল হক, বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর মহাসচিব রেহান মিয়া এবং বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর সহ-সভাপতি ও নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. আব্দুল বাতেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্রাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জামালপুরের মদিনাতুল উলুম ক্বওমি মাদ্রাসার আলহাজ্ব হাফেজ মাওলানা ফেরদৌস হোসাইন এবং আল-কোরআনের আলোকযাত্রার আহবায়ক মো. মাসুদ রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর দপ্তর সম্পাদক গাজিউর রহমান এবং নেত্রকোনা জেলা পর্যায়ের পুরো আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর যুগ্ম মহাসচিব সারোয়ার জাহান চৌধুরী।
এই প্রতিযোগিতায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে মোট দুইশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীরা ইয়েস কার্ড পেয়ে ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
‘আল-কোরআনের আলোকযাত্র’ প্রতিযোগিতাটি মুসলিম যুবসমাজের মধ্যে ইসলামের শিক্ষা প্রচার এবং হিফজুল কোরআনের গুরুত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।