নীলফামারীতে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপশাখায় ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংকে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে মারধর ও হাত-পা বেঁধে রেখে এ ঘটনা ঘটায় তারা।
সোনালী ব্যাংক পএলসি উত্তরা ইপিজেড উপ-শাখার সিনিয়র অফিসার আব্দুল মোনায়েম বলেন, শনিবার রাতে একদল ডাকাত এসে নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতির পায়তারা চালায়। তারা ব্যর্থ হলে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে আসবাবপত্র, ব্যাংকের বিভিন্ন নথিপত্রসহ কম্পিউটার পুড়ে ভস্পিভূত হয়ে যায়। বর্তমানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্থ শাখাটি সিলগালা করে রাখা হয়েছে।