রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন মামলার আসামীদের দ্রুত গ্রেফতার,মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১২ জানুয়ারি) বিকেল সারে ৩ টায় উপজেলার জিরোপয়েন্ট মোড় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার ও সাধারণ সম্পাদক মো: ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি,সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুট্টু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,গত ২০২৪ সালের ১৩ ই সেপ্টেম্বর তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনার দোসর ও সন্ত্রাসী সাইফুল ইসলাম মুকুল চেয়ারম্যানও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার গাংদের নেতৃত্বে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার, মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবীতে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সংগঠন জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা।