ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাংগাইল)সংবাদদাতা:
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাগরপুর উপজেলা শাখা নতুন কমিটির নেত্ববৃন্দের শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ জানুয়ারি) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা অফিসেে শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখিনুর মিয়া, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ,টাংগাইল জেলা।
এসময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ টাংগাইল জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আমিনুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল হান্নান,ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা সভাপতি বাবুল মিয়া,নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলামসহ নাগরপুরে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটির নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪)সকালে সভাপতি মাওলানা মো.রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মুফতী শহীদুল ইসলাম সিরাজী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল হেলাল,বাইতুলমাল সম্পাদক হাফেজ রজব আলিসহ ৩১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি ঘোষনা করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ,টাংগাইল জেলা সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়াসহ নাগরপুর ও টাঙ্গাইলের ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।