দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা পাথরঘাটা:

কারিতাস ব্রীজ প্রকল্পের  মাধ্যমে জনগনের অংশগ্রহণে দুর্যোগ চিহ্নিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা সভা চলমান রয়েছে। বরগুনা জেলায় পাথরঘাটা উপজেলার  কাকচিড়া ইউনিয়ন ও চরদুয়ানী ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডে এই কার্যক্রম ১১ জানুয়ারি থেকে চলমান রয়েছে যা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে চলবে।

সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার উন্নয়ন প্রসার ঘটানো। জলবায়ু পরিবর্তনের স্থানীয় লক্ষণসমূহ, দুর্যোগ, ঝুঁকি, ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া।

দুর্যোগ চিহ্নিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য সমাজভিত্তিক ঝুঁকি নিরুপন সম্পর্কে ধারনা, অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকিহ্রাস কার্যক্রম নির্ধারণ, ঝুঁকিহ্রাস কার্যক্রম বাস্তবায়নে স্টেকহোল্ডার চিহ্নিতকরণ, আপদ চিহ্নিতকরন, ঝুঁকির খাত চিহ্নিতকরন ও পরিমান নির্ধারণ, ঝুঁকি বিশ্লেষণ ও মূল্যায়ন, তথ্য একত্রিকরণ ও প্রাপ্ত তথ্য বৈধকরণ, ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন, দুর্যোগে ঝুঁকি হ্রাসে এ্যাডভোকেসী।

সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণ একটি গঠনমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠী নিজেরাই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দুর্যোগ ঝুঁকি, বিপদাপন্নতা ও সক্ষমতাগুলোকে চিহ্নিত করতে পারবে এবং তার ভিত্তিতে একটি কার্যকর ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা রচনা ও বাস্তবায়ন করতে পারবে।

দুর্যোগ চিহ্নিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনায় অংশগ্রহন করে স্থানীয় নারী, কিশোর-কিশোরী, প্রতিবন্ধী ব্যাক্তি ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ সহ মোট ২০ জন।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ইউএসএআইডি ব্রিজ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই সভার ব্যবস্থাপনা করা হয়েছে। ব্যবস্থাপনায় রয়েছে ব্রিজ প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক মি: লিটন দাস, ডিআরআর এন্ড সিল্ক অফিসার  শুভ্রা তেরেজা সরদার, মার্কেট লিংকেজ অফিসার নুসরাত জাহান মাফিয়া ও ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত।

ব্রিজ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি । এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিবার ও সম্প্রদায়ের প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অভিযোজন এবং পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি করে তাদের টেকসই জীবিকা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা।

 

 

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version