আজ ১৫ অক্টোবর ২০২৪ বেসরকারী উন্নয়ন সংস্থা পপি কতৃর্ক পরিচালিত ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন ক্রিয়া প্রকল্পে’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন এ্যাম্বাসীর সহযোগিতায়
অনুষ্ঠানে এছাড়াও ইউপি সদস্যবৃন্দ, নারী নেতৃ, এবং উপকারভোগীসহ প্রতিটিতে প্রায় আশি জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। সভায় দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য উপস্থাপনা করেন পপি-ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী জনাব এস এম রেজাউল হক মামুন। সভাদুটি সঞ্চালনা করেন এর জনাব শাহীন হায়দার, প্রকল্প অফিসার, ক্রিয়া প্রকল্প, নিকলী, এবং সাবির্ক সহয়াতা করেন প্রকল্প কর্মী সেলিনা আক্তার ও তরিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তাগণ জলবায়ু পরিবর্তন ও কৃষিতে নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বিশেষ করে হাওড় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনের কারনে কৃষি উৎপাদনে কি কি সমস্যা রয়েছে এবং কৃষি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি দেবার জোর দাবী জানান সভায় অংশগ্রহণকারীগণ। পাশাপাশি এসকল সমস্যা কাটিয়ে উঠার জন্য কি ধরণের উদ্যোগ নেওয়া যেতে পারে তা তুলে ধরে সরকারের দৃষ্টি আর্কষণ করেন।