দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর হরিদ্রা বাজারে দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্ক সংকেত, প্রস্তুতি ও লাইফবয়া নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ২৩ ডিসেম্বর সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ইউএসএআইডি ব্রিজ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

প্রস্তুতি বিষয়ক ক্যাম্পেইনে বক্তব্য প্রদান করেন কারিতাস বাংলাদেশ ব্রিজ প্রকল্পের ডিআরআর এন্ড সিল্ক অফিসার  শুভ্রা তেরেজা সরদার, মার্কেট লিংকেজ অফিসার নুসরাত জাহান মাফিয়া ও ইউনিয়ন সুপারভাইজার স্বর্নালী হীরা। এই ক্যাম্পেইন অনুষ্ঠানে স্থানীয় ঝুঁকিপূর্ণ জেলে সদস্যরা অংশগ্রহণ করে।

জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের আত্মরক্ষার লক্ষ্যে তাদের মাঝে হ্যান্ড আউট বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পেইনে শিক্ষনীয় উপাদান হিসেবে ফেস্টুন প্রদর্শনী করা হয় । অংশগ্রহণকারীদের দুর্যোগের প্রস্তুতি সতর্ক সংকেত ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মোট ৪০ জন জেলেদের নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয় এতে বিশেষভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জনাব মো: দুলাল কাকচিড়া ইউনিয়ন ।

ব্রিজ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি । এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিবার ও সম্প্রদায়ের প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অভিযোজন এবং পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি করে তাদের টেকসই জীবিকা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version