কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার পূর্বধলায় ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটকের সময় তাদের কাছ থেকে দুইশো ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ পাঁচ হাজার সাতশো টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি সুইচ গান নাইফ (ছুরি) ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় সেনা সদস্যরা।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন- শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)। তারা সকলেই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ২৩৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।
আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদক দ্রব্যসহ পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।