দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ধুলাউরী তরুণ সমাজের উদ্যোগে শুরু হলো দুই দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত (১৯ডিসেম্বর ২০২৪) স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম সোহেল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহেল আলম, যিনি অনুষ্ঠানে তার বক্তব্যে যুব সমাজের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “খেলা কেবল শরীরকে সুস্থ রাখে না, এটি সমাজে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম শাখা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদাৎ হোসেন, এছাড়াও দিনাজপুর জেলা জাতীয়তাবাদী তরুণদলের সহঃ সভাপতি জনাব মো: শরিফুল ইসলাম (শিমুল), যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান সিজু, উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক মোরসালিন হোসেন মুনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া, বীরগঞ্জের বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। খেলার প্রতি আগ্রহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে এলাকার তরুণদের একত্রিত হওয়ার এবং সহমর্মিতা ও দলগত কাজের মূল্যবোধ উন্নত করার সুযোগ তৈরি হয়েছে।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে স্থানীয় প্রতিযোগীদের পাশাপাশি কিছু দূরবর্তী প্রতিযোগীরাও অংশ নেবেন। এছাড়া, খেলার পরিবেশ এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সামাজিক সচেতনতা ও ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন স্থানীয় নেতারা।