নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসম্বের) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে রজনীগন্ধা ও ফুল ছিটিয়ে সম্মাননা তুলে দেন উপজেলা প্রশাসন।
সম্মাননা প্রদান শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া ও মো. ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ।