কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মালিকবিহীন ৫৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী। উদ্ধারকৃত ভারতীয় পণ্য জব্দ দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কামান্ডার মেজর নাজমুজ সাকিব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে পূর্বধলা উপজেলার গোজাকান্দি গ্রামে জনৈক মো. আব্বাস আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় অবৈধভাবে আনা ৫৬টি ভারতীয় কম্বল উদ্ধার সক্ষম হন সেনা টহল দলটি।
উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো টিনের ঘরে লুকানো অবস্থায় পাওয়া যায় এবং এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ভারতীয় কম্বল গুলোকে জব্দ দেখিয়ে বিকেল ৫টার দিকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় জব্দকৃত ভারতীয় কম্বলগুলো আদালতে প্রেরণ করা হবে।