ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী এক বছরের জন্য কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুকসিতুর রহমান মুগ্ধ ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ তারিকুল ইসলাম তারেক মনোনীত হয়েছেন।
সংগঠনটির উপদেষ্টাবৃন্দ এই কমিটির অনুমোদন দিয়েছেন। শনিবার (০৭ ডিসেম্বর) সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বায়েজিদ আহমেদ, বায়েজিদ হোসেন, আকাশ দাস, সহ-সম্পাদক জুনায়েদ আহমেদ, এম ইকবাল হোসেন, এন এইচ সাবিত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মিমন হাসান ও আশফাকুর রহমান অনিক।
এ ছাড়াও রয়েছেন অর্থ সম্পাদক বাস্তব বসাক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানজিলা হাসান প্রাপ্তি, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুসরাত আলম জ্যোতি, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল হাশেম, উপ-প্রচার সম্পাদক শেখ নাইমুর রহমান জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিদ আলী, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক অপু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুনা লায়লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিম আক্তার, হল বিষয়ক সম্পাদক সিয়াম খান মঈন, মেস বিষয়ক সম্পাদক মুজাহিদুল আলম ফাহিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইতি আক্তার ও সদস্য মোজাম্মেল হক, ফাহিম ইসলাম, ইকরাম হোসেন, পাপিয়া সুলতানা মুক্তা এবং অন্তর হাসান।
সংগঠনটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক বলেন, কিশোরগঞ্জ থেকে আসা ভর্তি পরীক্ষার্থী ও ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম আশ্রয় হয় জেলা কল্যান পরিষদ। সকল বিশ্ববিদ্যালয়ে জেলা কল্যান সমিতি বা পরিষদ এক অন্যতম পরিচয় এবং শক্তি। জেলা কল্যাণ পরিষদের মাধ্যমে কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও সম্প্রীতির বন্ধন তৈরী হয়। আমরা এই সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে কাজ করবো। প্রতিবছর বিভিন্ন আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জের লোক সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে।