কে. এম. সাখাওয়াত হোসেন: ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালগুদের ওপর হামলা মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।
খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, ভারতে বাংলাদেশ হাই কমিশন অফিসে হামলার মাধ্যমে বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের অন্তরে আগুন জ্বলছে। যে পতাকা পেতে এদেশের ৩০ লক্ষ মা-বোনের ইজ্জত ও রক্ত দিতে হয়েছে। সে পতাকাকে অববাননা করা হয়েছে।
তিনি আরও বলেন, নেত্রকোনাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায় সকলেই আমরা ভাই ভাইয়ের মতো চলাফেরা করি। আমাদের মধ্যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রষ্টান এগুলো নিয়ে নেত্রকোনার ইতিহাসে আজ পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিতাপের বিষয় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে নেত্রকোনা জেলার মান-সম্মানকে ছোট করা হচ্ছে। বিশ্ববাসীর কাছে নেত্রকোনাবাসীর মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে ও হচ্ছে। এই ধরণের ঘটনা ও কর্মকান্ডের তীব্র নিন্দা জানান তিনি।
এসময় নেত্রকোনা পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো সংখ্যালগু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।