মো.ফখর উদ্দিন,আনোয়ারা
চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ইসকনকে নিষিদ্ধ এবং শেরপুরে দরবার ও মসজিদে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি সহ সকল দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে আনোয়ারা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বন্দর সেন্টার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বন্দর কমিউনিটি সেন্টারে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এই বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আনোয়ারা উপজেলা শাখা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট ফরিদুল ইসলাম,সভাপতির বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন,এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন,মোঃ আবদুচ সালাম,মোহাম্মদ মিজানুর রহমান,ইলিয়াস,মোঃফখর উদ্দিন,আবু ছালাম,আবু সালেক সানিম,মোঃজিসান,মোঃতানবীর,মোঃ শাকিবুল ইসলাম,মোকাদ্দেস সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্র মৌলবাদী সংগঠন। তারা বাইরের ইন্ধনে আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।তারা উদীয়মান তরুণ আইনজীবী এ পি পি সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
বক্তরা আরও বলেন মসজিদে আগুন আর মাজারে হামলা করে আবার তারাই নাকি দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে,কোন ইমানদার মুসলিমের কাজ হতে পারে না মসজিদে আগুন দেওয়া,মাজারে হামলা করা মাজার থেকে লুট করা৷
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশী তৎপর হয়ে উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকন ও যারা বিভিন্ন মসজিদ মাজারে হামলা করতেছে লুট করতেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।