কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় কলমাকান্দা উপজেলায় অবৈধপন্থায় বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান এবং দুই হাজার পাঁচশো ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
অর্থদন্ড প্রাপ্ত বালু ব্যবসায়ী হলেন- উপজেলার কালিয়ালা গ্রামের শাহেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০)। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসব তথ্য নিশ্চিত করেন কলমাকান্দায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুজ সাকিব।
তিনি জানান, রবিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সূত্রে সেনা ক্যাম্পে তথ্য আসে কলমাকান্দা ব্রিজের পাশে সাইফুল ইসলাম নামে একজন বালু ব্যবসায়ী অবৈধ বালু উত্তোলন করছে। এ তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে রাতেই পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এবং যৌথবাহিনী দুই হাজার পাঁচশো ঘনফুট বালু জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এ কাজে জড়িত থাকার অপরাধে অবৈধ বালু উত্তোলনকারী বালু ব্যবসায়ী সাইফুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।