নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে রাব্বানী (৩২) নামে এক অটোরিকশা (ব্যাটারি চালিত) চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বানী পার্শ্ববর্তী ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে নিহতের লাশ ময়নাদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের কথা জানান কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার এশার নামাজের পর ঘটনাস্থলের এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। রাত সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে প্রায় দুই-তিনশো মিটার দূরে অবস্থিত আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারের লোকজনকে জানায় সড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এর পাশের জঙ্গল থেকে গোঙ্গানির আওয়াজ শোনতে পান মোটরসাইকেল আরোহী।
পরে বাজারের লোকজন সেখানে উপস্থিত হয়ে রাস্তার পাশে কোন অটোরিকশা দেখতে পাননি। কিন্ত ঝোপের নিচে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন স্থানীয়রা।
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় সনাক্তে কাজ শুরু করে পুলিশ। নিহতের গলায় ফুটো করা আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুতই নিহতের পরিচয় সনাক্ত করা গেছে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকান্ড সংঘটিত করে থাকতে পারে দুর্বৃত্তরা। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ জানান তিনি।