মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে শহীদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। গতকাল রবিবার ২১ অক্টোবর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃত আসামি- বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কর আলীর ছেলে ও অত্র ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নির্বিচারে গুলি ও হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,পুলিশের বিশেষ অভিযানে শহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা কে সুনামগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।