সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন কারেন্টের বাজারে থানার এসআই মোঃ মতিয়ার রহমান ও সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ তরিকুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিশ্বম্ভরপুর থানার পশ্চিম কাঁছির গাতি গ্রামের আঃ মালেক বাবুলকে (৩২) আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালীন সময়ে আটককৃত আসামির দোকানের পিছনের গোডাউন তল্লাশি করে ২ হাজার ১৬০ কেজি (৭২ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৯৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় জিরা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন বলেন, আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় জিরা নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।