বৈশাখী টেলিভিশন এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুলকে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও হুমকিদাতা মোর্শেদ টিটু বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা।
রোববার গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ” বৈশাখী টেলিভিশন এর ঝালকাঠি প্রতিনিধি জনাব শফিউল আজম টুটুলকে যুবলীগ ক্যাডার মোর্শেদ টিটু বিশ্বাস কর্তৃক হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান এবং জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক। বিবৃতিতে তারা বলেন, একটি সত্যনিষ্ট সংবাদ প্রকাশের কারনে সংবাদদাতাকে হুমকি প্রদান করা স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে বড় বাধা। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি দানের জোর দাবি জানান।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর বৈশাখী টিভিতে ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরে হাফিজ বাহিনীর ক্যাডার হিসেবে পরিচিত মোর্শেদ টিটু বিশ্বাস তার ফেসবুক আইডিতে বৈশাখী টেলিভিশন এর ঝালকাঠি প্রতিনিধির ছবি ব্যবহার করে তাকে হুমকি প্রদান করে।
এই ঘটনায় শনিবার রাতেই ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানায় এবং হুমকিদাতার গ্রেফতার দাবি করে।