মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি ) বরগুনা:- বরগুনার পাথরঘাটায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । সোমবার( ৯ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার ইসমে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাইসুল ইসলাম রাহাতসহ অন্যান্য অঙ্গ সংগঠন ও উপজেলা মহিলা দল এবং পৌর মহিলা দলের নেতা ও নেতৃবৃন্দরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরা মহিলা দলের সভানেত্রী রোমানা ইয়াসমিন।
এ সময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন।শহীদ জিয়ার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ ।