রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় রাজেন্দ্রপুর রেলস্টেশনে ৮ সেপ্টেম্বর (রোববার) সকাল সাড়ে ১০ টায় সব লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়।প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।
স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেন নি।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছেন। ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববারের মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে মোতাবেক রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টাঙিয়ে রাখে।
পরে দুই ঘণ্টা পর বেলা ১২টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনের লাইন বন্ধ থাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলস্টেশনে ও অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেন ভাওয়াল গাজীপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। এতে দুর্ভোগে পরে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী।