সিলেট একতা যুব সমাজ সংগঠনের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নগরীর মজলিস আমিন চারাদিঘীর পাড় সিটি বেবি কেয়ার একাডেমি মাঠে সাইদুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোঃ স্বপন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন চারাদিঘীর পাড় জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যুব সমাজের প্রতি মানুষের যে আস্থা সে আস্থা ধরে রাখতে যেকোনো দুর্যোগকালীন মুহুর্তে মানুষের পাশে দাঁড়াতে সবসময় তৈরি থাকবে একতা যুব সমাজ। তিনি বিশ্বাস করেন এই সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং তিনি সবসময় এই সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর দীনার খান হাসু, কাউন্সিলর আ: মুহিত জাবেদ, আব্দুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা লাকী আহমদ, মওদুলুল হক মওদুদ, মো: মাহফুজুর রহমান ও রায়হান খান।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: জালাল আহমদ ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য ও নগরীর সুশীল সমাজের গন্যামান্য ব্যাক্তিবর্গ।