বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

কমলগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে আমজদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত কৃষক আমজদ মিয়া(৩২) ভেড়াছড়া গ্রামের রইছ মিয়া ছেলে।কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে কৃষি জমিতে ধান রোপন করছিলেন আমজাদ। দুপুরে হঠাৎ বজ্রপাত ঘটলে আমজাদ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন বলেন,বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ