জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা উৎসব ও স্থানীয় কবিদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগষ্ট) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান,জেলা তথ্য অফিসার ( ভারপ্রাপ্ত ) ইব্রাহিম হোসেন।
জয়পুরহাট প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ সভাপতি রাশেদুজ্জামান রেজাউল করিম রেজা সহ আরও অনেকই।
কবিতা উৎসব শেষে স্থানীয়, প্রকৃতি কবি আবু সিদ্দিক সরদার ও প্রেমের কবি সারাবান তহুরাকে কবি সংবর্ধনা দেওয়া হয়।
শেষে কবিতা উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।