বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আম গাছের নিচে পড়ে ছিল কিশোরের মরদেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে আম গাছের নিচে থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে আম গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম লোকমান সরকার রিদয় (২০)। সে ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে।রিদয় এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো সে থেকেই মাদক সেবন করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে সে ঘরেই ছিল। কিন্তু পরদিন বুধবার সকালে বাড়ির পাশেই একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় রিদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরিবারের ধারণা মাদক সেবন করার কারণেই কিশোর রিদয় এ ঘটনা ঘটিয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান,ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ