বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি হলেন আক্কাস, সম্পাদক তানভীর চৌধুরী

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি হলেন বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ ও সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। 
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার অফিস কক্ষে অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও সূফী কবি এনামূল হক পলাশের সঞ্চালনায় নেত্রকোণা সাহিত্য সমাজের সভা অনুষ্ঠিত হয়। 
এতে উপস্থিতি সকলের সম্মতিতে বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি, কবি তানভীর জাহান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও কনক পন্ডিতকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সকলের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
এ সভায় উপস্থিত ছিলেন কবি অধ্যাপক আনোয়ার হাসান, কবি তৌফিকা আজাদ, কবি সাইফুন নাহার শিউলী, কবি কল্পনা ঘোষ, কবি ও লেখক সুমিত্র সুজন কবি অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, কবি মোখলেসুর রহমান, সাংবাদিক কবি দেলোয়ার হোসেন মাসুদ, কবি নাজমা আলী, আবৃত্তি শিল্পী মৌপ্রিয়া, কবি পারভেজ কামাল প্রমূখ। 
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক সাহিত্যানুরাগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ