বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনুপস্থিতে প্রশাসনিক ও অর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হুদা।

রিববার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন , “গত ২৯ তারিখ সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য জ্যৈষ্ঠতার ভিত্তিতে অধ্যাপককে দায়িত্ব দেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ।

শিক্ষামন্ত্রালয়ের জারিকৃত সেই প্রজ্ঞাপন অনুযায়ী নজরুল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা আজ সকাল ১১ টায় মিটিং আহ্বান করেন । মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো.ইমদাদুল হক হুদাকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।”

এই বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. ইমদাদুল হক হুদা বলেন , “আমাদের বিশ্ববিদ্যালয় গঠনের দায়িত্ব আমাদের। বিশ্ববিদ্যালয় গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে বহিরাগত অপশক্তি থেকে রক্ষার জন্য সচেষ্ট থাকতে হবে আমাদের।”

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ