বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দুর্গাপুরে কবরস্থান পরিস্কার করলো সুসং সমাজকল্যাণ ক্লাব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

কবরস্থানের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিস্কারের কাজ শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরে সুসং সমাজকল্যাণ ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার দিনব্যাপী পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান ও দশাল এলাকার কবরস্থান পরিস্কার করেন সংগঠনের সদস্যরা। সুসং সমাজকল্যাণ ক্লাব এর এমন উদ্যোগ উপজেলার বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান,আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কর্তৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি, তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে।

আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ দুটি কবরস্থান পরিস্কার করলাম। প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানের কবরস্থান আমরা পরিস্কার করবো। আমাদের সংগঠনের জন্য সকলে দোয়া করবেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ