বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

যশোরে নতুন পুলিশ সুপারের যোগদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের নবাগত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন। নবাগত পুলিশ সুপার সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ শনিবার (৩১ শে জুলাই) যোগদানকালে পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসাইন, পিপিএম, ( ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য পূর্বের পুলিশ সুপার মোঃ মাসুদ আলমকে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি গত কয়েক মাস আগে মাদারীপুর জেলা থেকে যশোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ