বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

গোবিন্দগঞ্জে ৯৫০ পিস ট্যাপেন্টাডলসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি বাহাদুর রহমান (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করে সেই সাথে একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেফতারকৃত, মাদক কারবারি বাহাদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ কাঠামোড় বাজারের মহাসড়কের উপর থেকে ওইসব মাদকসহ বাহাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ