বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের চিনে রাখার আহ্বান আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতির

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

আনোয়ারা প্রেস ক্লাবের মাসিক সভায় বিগত ১৫ বছর ধরে দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের বয়কট করার অনুরোধ করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী। শুক্রবার (৩০ আগষ্ট) আনোয়ারা সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বদরুল হক, আনোয়ার হোসেন, শেখ আব্দুল্লাহ (শেখাব), ওমর ফারুখ, দৈনিক মুহাম্মদ ফখরু উদ্দিন,  মুহাম্মদ খোরশেদ, কায়সার উল আলম চৌধুরী।

সভায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী আরো বলেন, আনোয়ারা একটি উন্নয়নশীল জায়গা কিন্তু এখানে রয়েছে কিশোর গ্যাং, মাদকের বিস্তার, জোরপূর্বক জায়গা দখল, রাজনীতির নামে প্রতিহিংসা, উন্নয়নের নামে দুর্নীতি এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিটি কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ