বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর দাফন সম্পন্ন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর (৯০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

৩০ আগস্ট শক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামের নিজ বাড়ীর সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী বার্ধক্য জনিত কারণে ২৯ আগস্ট বিকেলে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মরহুম আক্কাস আলীর তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ