বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পালিত

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এর আগমন ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তার বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২:৩০ মিনিটে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামালের সভাপতিত্বে ও অন্যান্য ইউপি সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল লতিফ খোকন উক্ত ইউনিয়ন পরিষদ থেকে বিদায় গ্রহণ করেন এবং তার পরিবর্তে উক্ত পদে যোগদান করেন নতুন প্রশাসনিক কর্মকর্তা শামসুন্নাহার। আরো যোগদান করেন ইউপি হিসাব সহকারী পদে উম্মে হাবিবা। অনুষ্ঠানটির পরবর্তীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে কে ফুল ও বিদায়ী সংবর্ধনা জানানো শেষে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ