বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ২ যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা থাকায় দুইযাত্রী নিহত হয়েছেন। (২৮ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মাঝিপড়া এলাকায় পৌঁছেলে বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইযাত্রী নিহত হন।

নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম পরিচয় এখনো জানা যায়নি। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ