বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ এর পদত্যাগ ও তার সিন্ডিকেটের অপসারণ এবং বিচার চেয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় কলেজ গেইট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমন আহমদ, একাদশ শ্রেণীর তানভীর আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার, একাদশ শ্রেণির কাওসার হোসাইন, একাদশ শ্রেণির জান্নাতসহ আরো অন্যান্য।

শিক্ষার্থীরা বলেন, কলেজ অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি তার সাথে জড়িত দোসরদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ