বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

কটিয়াদীতে স্বজন পরিচয়ে স্কুল থেকে শিশু অপহরণ 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে আত্মীয় পরিচয়ে এক শিশু  অপহরণের ঘটনা ঘটছে৷ মঙ্গলবার ২৭ আগষ্ট দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটছে৷

নিখোঁজ শিশুর নাম সাইফা (৬)৷ সে একি ইউনিয়নের ইলেকট্রেসিয়ান শফিক মিয়ার মেয়ে৷ নিখোঁজ শিশু সাইফা ওই স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সারে এগারোটায় স্কুল ছুটির পর একি স্কুলের শিক্ষিকা অঞ্জনার কাছে সহপাঠীদের সাথে প্রাইভেট পড়া শেষ করে ওই শিশু।

পরে ওই শিক্ষিকার কাছে এক লোক নিজেকে তার মামা পরিচয় দিয়ে সাথে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিতে এসে শিশুর মা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি৷  প্রতিদিন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শিশুটিকে নিতে আসতেন মা, কখনো আবার নানা৷

শিশুর পিতা শফিক মিয়া বলেন, বিভিন্ন স্থানে সন্ধান করেও মেয়ের খোঁজ পাচ্ছিনা৷ মেয়ের মা আনতে যাওয়ার আগেই শিক্ষিকার কাছে এক লোক মামা পরিচয় দিয়ে নাকি নিয়ে এসেছে।। এটা অপহরণ হতে পারে বলে ধারণা করছি৷ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে নিখোঁজ শিশুর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে৷ আমরা শিশুর খুঁজে অনুসন্ধান শুরু করেছি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ