বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না আরাফাতের, সড়কে ঝরলো প্রাণ

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে।আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান,আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান।

সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়।

এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ