বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

পাঁচবিবিতে পুলিশ বক্স পোড়ানো মামলায় জামায়াত শিবিরের ১০৫ জনকে অব্যাহতি

পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণীর আদালত পাঁচবিবি উপজেলার জামায়াত শিবিরের অভিযুক্ত ১০৫ জন নেতা কর্মীকে পুলিশ বক্স পোড়ানো (জি আর ২১/১৪) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়,২০১৪ সালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া ও বাগজানার এলাকার মাঝামাঝি চাম্পাতলী পুলিশ বক্সে রাতের আঁধারে কে বা কারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

পরের দিন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সহ জামায়াত ও শিবিরের ১০৫ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়।এই ২১/১৪ মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল। আজ উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নুরুল ইসলাম আসামিদের অব্যাহতি প্রদান করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ