বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দুর্গাপুরে আ.লীগ সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক আ.লীগ এর পদ থেকে পদত্যাগ করেছেন। 
মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড আ‘লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।
ওয়ার্ড আ‘লীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, দলীয় কোন প্রকার শৃঙ্খলা না থাকায় এবং আমাদের শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারনে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সড়ে দাড়িয়েছি। 
উল্লেখ্য, পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান প্রেক্ষাপটে এলাকাতে না থাকায় আমরা দুর্গাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের উপস্থিতিতে পদত্যাগ ঘোষনা করি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ