বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ফুলছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালির বাজার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

সোমবার (২৬ আগষ্ট) দুপুরে কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন’র সভাপতিত্বে উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনীয়া, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ