বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে ১০০ প্যাকেট ত্রাণ হস্তান্তর

সোয়াইব আলী, জবি প্রতিনিধি:

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হাতে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অগ্রগামী শিশু নিকেতনের প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের নিচতলায় ত্রাণ হস্তান্তর করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, শিশুখাদ্য গুড়া দুধ, বিস্কুট, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইফ জ্যাকেট ইত্যাদি৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের মাধ্যমে এসব বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌছে দেয়া হবে।

এসময় মনিরুজ্জামান মনির বলেন, বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষেরা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। তাই বকশিবাজারের অগ্রগামী শিশু নিকেতনের অধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আমাকে পাঠিয়েছেন। তার তত্ত্বাবধানে ইতোমধ্যে ত্রাণ হস্তান্তর করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা বন্যার্তদের পাশে থাকতে চাই

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, বন্যার্তদের সহায়তার জন্য পুরো দেশবাসী জেগে উঠেছে। সকলে মিলে এই দূর্যোগ মোকাবিলা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবও সেই চেষ্টা করছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান রইলো।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ