বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

মহা ভবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে পাঁচবিবি বাজার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে আজ ২৬শে আগস্ট সোমবার বেলা ১১ টায় গীতাপাঠান্তে শ্রী সুজিত ঘোষের পরিবেশনায় নামাবলী কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ বেলায়েত হোসেন।প্রধান আলোচক ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু নিশী পদ দাস।

আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান,পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবুর সুদর্শন সরকার ও পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জীবনকৃষ্ণ সরকার বাপ্পী। শেষে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ