বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় সিএনজি,মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যথা মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ই আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মনজু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

স্থানীয়রা জানান, উপজেলার মির্জাপুর থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ